দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাজী আক্তারুল ইসলামের পিতা বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আকবর আলী গাজী আর নেই। শনিবার (১১ জানুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভাধীন গদখালী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন(ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৫ বছর।

তিনি ৭ পুত্র ও ১ কন্যা ও নাতি-নাতনি অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার আসরের নামাজের পর কলারোয়া সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পৌরসভাধীন গদখালী গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজাপূর্বক আলোচনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক আবু নসর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ডা.ইউনুস আলী বাবু ও পরিবারের পক্ষে মরহুমের পুত্র সাবেক পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মাওলানা তৌহিদুর রহমান।

জানাজা নামাজে ইমামতি করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, ঝাউডাঙ্গা সিনিয়র মাদারাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি। জানাজা নামাজে অসংখ্য মুসুল্লি অংশ গ্রহন করেন। এদিকে, সাবেক পৌর মেয়রের পিতা আলহাজ্ব আকবর আলী গাজীর মৃত্যু সংবাদ জানতে পেরে সকাল থেকে গদখালীর বাড়িতে ছুটে যান দলীয় নেতা- কর্মী, আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *