দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক ফল উৎসব পালিত হয়েছ বুধবার(২৮ মে) সাড়ে ১১ টার দিকে কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসার হলরুমে “ফল খায় দেশী, শক্তি পাই বেশি” এই প্রতিপাদ্যোে সামনে রেখে ওই বার্ষিক ফল উৎসব পালিত হয়।
কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে স্বাগত বক্তব্যে রাখেন সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান, মোঃ নজরুল ইসলাম, শাহনাজ পারভিন, মাওলানা তৌহিদুর রহমান। ইসলামি সংগীত পরিবেশন করেন প্রভাষক শিরিন আক্তার ও এম,এ কাশেম। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ রমজান আহমেদ, শেখ তামিম হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র আবু হাসান। আলিম ও ফাযিল শিক্ষার্থীদের আয়োজনে সকল শিক্ষার্থীরা প্রায় ২৫ রকমের বিভিন্ন ফলের সমাহার করে ফল উৎসব স্বর্তস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করে। দোয়া ও মোনাজাতের পর সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক এ্যাডঃ মুফতি আবু জাফর।