বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিজিবি’র নবনির্মিত সুলতানপুর বিওপি’র উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, পিএসসি, ৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপি’র উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে খুলনা সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী, যশোর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন), লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. আমিনুর রহমান, অতিরিক্ত পরিচালক (এসএমও) মেজর সুশ্মিত শোভন দাস এবং সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মো. মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ, বিওপির নামফলক উন্মোচন ও মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময়ে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ, দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দুস্থ অস্বচ্ছল রোগীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৫৪কিলোমিটার এলাকা যা ইতোপূর্বে ১২টি বিওপি এবং ২টি বিশেষ ক্যাম্পের মাধ্যমে আভিযানিক দায়িত্ব পালন করে আসছে। সাতক্ষীরা জেলার, কলারোয়া উপজেলার, ৭নং চন্দনপুর ইউনিয়নে বিজিবির হিজলদী ও চান্দুরিয়া নামে ২টি সীমান্ত ফাঁড়ি রয়েছে যার মাধ্যমে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত রক্ষার কার্যক্রম চালিয়ে আসছে। এই ২টি বিওপি এর মধ্যকার দূরত্ব ১০ কিলোমিটারেরও বেশি।

তাই এই ২টি সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকায় দ্রুততার সাথে কার্যকরভাবে সীমান্ত সুরক্ষা, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য মধ্যবর্তী সুলতানপুর এলাকায় ‘সুলতানপুর সীমান্ত ফাঁড়ি’ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরূপ বাস্তবতায় গত ২৭নভেম্বর ২০১৯ সালে এই বিওপি স্থাপনের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ ও ২৬ আগস্ট ২০২১ তারিখে বিওপি’র নির্মাণ কাজ শুরু হয় এবং ৯ ফেব্রুয়ারি এই বিওপির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সুলতানপুর বিওপি সাতক্ষীরা জেলার অন্তর্গত কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়ন এর অধিনস্থ সুলতানপুর গ্রামে অবস্থিত। এটি সকল সুরক্ষা-সুবিধা সম্পন্ন একটি আধুনিক বিওপি। সীমান্ত সুরক্ষার দৃষ্টিকোন থেকে সুলতানপুর বিওপি’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণে তালছাড়ি হতে উত্তরে বরমীতলা এলাকা পর্যন্ত বিস্তৃত।

বিজিবি আরও জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন বড়াইবাড়ী যুদ্ধ জয়ী। ২০০১ সালের ১৮ এপ্রিল জামালপুরের বড়াইবাড়ি সীমান্তে শত্রুকে প্রতিহত ও বিতাড়িত করে মাতৃভূমি রক্ষার প্রতিজ্ঞাকে বাস্তবায়নকারী এই ইউনিট সাতক্ষীরা সীমান্তেও সুনামের সাথে দায়িত্ব পালন করছে। মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূমির সুরক্ষা ও দেশের ভৌগলিক অখন্ডতা বজায় রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার পবিত্র আমানত সুরক্ষা করতে বিজিবি বদ্ধপরিকর। সুলতানপুর বিওপি স্থাপনের ফলে সীমান্ত নিরাপত্তা সুসংহতকরন এবং বিজিবি’র কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচাররোধসহ আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলে একমত পোষণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *