filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা জাতীয়তাবাদী দল( বিএনপি)সহ অঙ্গ সংগঠনের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তালা- কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ করা হয়।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিএনপি সহ সকল স্তরের নেতা- কর্মীদের ধৈর্য্যের সাথে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে বলেন। তিনি দলের নেতাদের কোন রকম জনগণকে বিভ্রান্ত না করে তাদের পাশে থেকে জনসেবামূলক কাজের সহযোগীতা করার তাগিদ দেন। আগামী সংসদ নির্বাচনে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম থারেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃনমূল স্তরের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠিক কাজ করার আহবান জানান।

বিক্ষোভ মিছিল শেষে সকাল ১১ টার দিকে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহসভাপতি বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান মুকুল, ইব্রাহীম হোসেন, সাহাদাৎ হোসেন, মাফুজার রহমান খান চৌধুরী, মাস্টার আজিজুর রহমান, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম ডা. আব্দুল মজিদ,মমতাজুল ইসলাম চন্দন, মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহী, রুহুল আমিন, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর রাজু, শওকত হোসেন, যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, প্রভাষক সালাউদ্দঅন পারভেজ, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, মোশাররফ হোসেন ছাত্র নেতা শাহাজালাল সাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃ্ৃন্দ।

সভায় বক্তারা, সংগঠনের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত কারাগারে মৃত্যু ৪ নেতার আত্মার শান্তি কামনা ও কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রয়াত শফিকুর রহমানের রুহের মাগফিরাত ও অসুস্থ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও তার সহধর্মিনী এ্যাড: বুকুল এবং বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *