আব্দুর রহমান : সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. আ. সালাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিন্চুপদ পাল। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. সাইফুল আলম, ডা. ইসমত জাহান সুমনা, স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. বাকী বিল্লাহ।
এবার জেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬,৮২৩ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৭,১৩৭ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ কাজে জেলার ১,৯১২টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন স্বাস্থ্যকর্মী ও ৪,৭৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।