ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ও সাজেক্রীসের এ্যাডহক কমিটির সদস্য তৈয়েব হাসান শামসুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, ক্রীড়া সাংবাদিক মো: জিল্লুর রহমান, ছাত্র সমন্বয়ক মোহিনী পারভীন, আম্পায়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, কাজী কারুজ্জামান, ইকরামুল ইসলাম লালু সহ এরিয়ান্স ক্লাব ও ইউনুস আলী ম্মৃতি সংসদ এর কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শক।

খেলায় এরিয়ান্স ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান করে। জবাবে ইউনুস আলী স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫২ রান করে। বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিএল মেথডে এরিয়ান্স ক্লাব ১২ রান জয়লাভ করে। আবহাওয়াজনিত কারনে টুর্নামেন্টের খেলাগুলা আপাততঃ স্থগিত করা হয়েছে। খেলার তারিখ পরবর্তীতে জানানাে হবে।

খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন শেখ রফিকুর রহমান লাল্টু ও শেখ রবিউল ইসলাম শিবলু এবং স্কোরার ছিলেন মো: ফজলুল করিম। ম্যাচ রেফারী হিসাব দায়িত্ব পালন করেন আ.ম. আখতারুজ্জামান মুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *