ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জে সেনা অপারেশন পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গেস্খপ্তার করা হয়েছে। বিএ-১০৭২২ ক্যাপ্টেন মোঃ নাহিদুল হক খান’র নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনা অপারেশন পরিচালনা করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা হোসেনপুর গ্রামের শ্রী গফুর বিশ্বাসের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজা এবং নগদ অর্থ সহ গোকুল বিশ্বাস(৫৫)কে গ্রেপ্তার করা হয়। এবং গ্রামের স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় তিনি কয়েক বছর যাবত গাঁজা ব্যবসা করে আসছিলো। গোকুল বিশ্বাস কালিগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের মৃত লক্ষী কান্তর বিশ্বাসের ছেলে।
অভিযানে ১কেজি ৬০০গ্রাম গাঁজা, নগদ ৩৫৬৯০ টাকা, ১টি ইনসুলিন এর সিরিঞ্জ এবং ১ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়। পরে গাঁজা ব্যবসায়ী এবং উদ্ধারকৃত মালামাল সহ কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়।