নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলায় পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক বিরোধী প্রশিক্ষণে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহীনুর চৌধুরী সহ আরো অনেকে। প্রশিক্ষণে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস প্রজেক্টরের মাধ্যমে জনসমক্ষে ধূমপানের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরেন।

প্রশিক্ষণে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ জন্য প্রচারনা করতে হবে সবাইকে। আঠারো বৎসর বয়সের কোন বাক্তির নিকট তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রয় উক্ত ব্যক্তিকে তামাক বা তামাকজাত দ্রব্য বিপণন বা বিতরন কাজে নিয়োজিত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে। বক্তরা আরো বলেন, এই সংক্রান্ত আইন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *